ঢাকাসোমবার , ১৭ জুন ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

সেন্সর বোর্ডে নতুন সিনেমা ‘রিভেঞ্জ’।

বাংলা ট্রিবিউন
জুন ১৭, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। কদিন আগেই তার নির্মিত সিনেমা ‘ডেডবডি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি তিনি সেন্সর বোর্ডে জমা দেন নতুন সিনেমা ‘রিভেঞ্জ’। বুধবার সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন ইকবাল। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সিনেমাটি দেখে সংশ্লিষ্টরা আনকাট ছাড়পত্র দিয়েছে। তাছাড়া সেন্সর বোর্ড সদস্য খোরশেদ আলম খসরু ভাই ফোন করে সিনেমাটির প্রশংসা করেছেন। একজন নির্মাতা হিসেবে এটাই আমার সার্থকতা। ঈদুল আজহা ঘিরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি। সেভাবেই সব কাজ চলছে। আশা করছি, আমার এই সিনেমাটি দর্শকদের নিরাশ করবে না।’ ইকবাল মনে করেন, এত সব ‘গ্যাংস্টার’দের (শাকিব খান) ভিড়ে এমন পুলিশ অফিসার (বুবলী) দরকার। অ্যাকশনধর্মী সিনেমা ‘রিভেঞ্জ’। এতে রোশান হাজির হচ্ছেন প্রধান চরিত্রে। সিনেমাটিতে বুবলী অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় বুবলী ও রোশান ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার ও সীমান্তসহ আরও অনেকে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।