1. [email protected] : thebanglatribune :
জীবন হলো উত্থান-পতনের এক ধারাবাহিক অধ্যায় -মো. হাবিবুর রহমান - The Bangla Tribune
মার্চ ১৯, ২০২৪ | ১:৫০ অপরাহ্ণ

জীবন হলো উত্থান-পতনের এক ধারাবাহিক অধ্যায় -মো. হাবিবুর রহমান

  • প্রকাশের সময় : রবিবার, অক্টোবর ৩০, ২০২২

জীবন হলো উত্থানপতনের এক ধারাবাহিক অধ্যায়

মো. হাবিবুর রহমান

 

জীবন হলো কিছু সময়ের ব্যবধান মাত্র

মাঝে মাঝে সুযোগ সৃষ্টি করে হয় সুযাত্র।

কখনও কখনও এটি কিছুই অফার করে না

আবার সামান্য অফারে ব্যক্তি নির্মোহ থাকে  না।

আবার কখনও কখনও এটি বর্তমানকে নিয়েই ব্যস্ত থাকে

অতীত ভুলে ভবিষ্যত নিয়ে ব্যক্তি অগ্রসরণ থাকে।

কখনও কখনও এটি ভবিষ্যতের জন্য স্পষ্ট বার্তা দেয়

কখনও কখনও এটি নতুন খামে পুরানো চিঠি হাতে দেয়।

যে চিঠিতে থাকে না বলা অনেক গল্প ও বহু অধ্যায়

কখনো কখনো উড়ো চিঠি নিয়ে আসে সংশয়।

কখনও কখনও এটি ব্যক্তিকে চিন্তা থেকে মুক্তি দেয়

আবার কখনো কখনো তা সত্ত্বাকে কষ্ট দেয়।

জীবনের রং কখনো ফ্যাকাশে ও বিবর্ণ

আবার কখনো তা হয়ে উঠে সুবর্ণ।

তবে সবকিছুই ব্যক্তির কর্মের উপর নির্ভরশীল

অন্যমনস্কতায় অনুকূল পরিবেশ হয়ে উঠে প্রতিকূল।

 

জীবনটা হলো এক অনিশ্চিত গন্তব্যের নাম

যার ফলাফল ও ভবিষ্যতবাণী করা হঠকারিতার শামিল

এটি একটি অনিশ্চিত ভ্রমণের নাম।

যা হতাশাবাদীর জন্য আশাহীন উপাখ্যান

কখনো এটি হতাশাবাদীর কাছে মূল্যহীন এক উপজীব্য।

 

জীবনটা মানুষের জন্য এক মূল্যবান উপহার।

এটি সত্যিই একটি বিস্ময়কর অভিযাত্রা

যুদ্ধের পর পরাজিত শক্তির জন্য এটি একটি বড় শিক্ষা।

এটি বিজয়ীর জন্য অনুপ্রেরণা ও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়।

যদিও প্রতিটি অংশগ্রহণকারীর এতে সমান সুযোগ বিদ্যমান ।

কেউ সেই রঙ্গমঞ্চে নিজেকে না বিলিয়ে দিয়ে সুযোগের সদ্ব্যবহার করে।

কেউ বা সময়ের সাথে নিজেকে বিলিয়ে দিয়ে আত্নবিসর্জন দেয়।

 

জীবন কিছু বিভ্রান্তিকর মুহূর্তের নাম।

মানুষ এ থেকে কিছু শিখতে পারে।

এটি খারাপ থেকে ভাল জিনিস পার্থক্যের সমীকরণ হিসেবে আবির্ভূত।

এটি দুঃখ ও আনন্দের মুহূর্তগুলো হাইলাইট করে।

 

জীবন একটা যুদ্ধক্ষেত্র যা খেলার মাঠের মতন।

প্রত্যেক খেলোয়াড় ও যোদ্ধা সময় পায় একই পরিমাণ ।

ব্যক্তির উচিত তার নিজস্ব উপায়ে সময়টা বরাদ্দ করা।

মানুষ ভবিষ্যত ও যুদ্ধের ফলাফল ভবিষ্যদ্বাণী করতে পারে না।

তারা প্রতিটি ঘটনার পর্যবেক্ষক ও অনুঘটক মাত্র।

ফলে ব্যক্তিকে কর্মের মাধ্যমে ইতিবাচক ফলাফল বয়ে আনতে হয়।

 

জীবন একটি পরীক্ষাকেন্দ্রের সাথে তুলনীয়।

ফলাফল যেমন ছাত্রের অধ্যাবসায়ের উপর নির্ভরশীল।

তেমনি জীবনের পরীক্ষায় ভাল ফলাফল করা সহজতর নয়।

প্রতিটি মুহূর্ত আবেদনকারীর কাছে মূল্যবান।

ফলাফল আবেদনকারীর ভাগ্য নির্ধারণে মানদণ্ড।

 

জীবন মানুষের জন্য ছায়া স্বরূপ।

এতে থাকে উত্থান-পতনের প্রতিধ্বনি।

এটা অনেক অজানা তথ্য প্রকাশ করে।

এটি দৈনন্দিন জীবনের অনেক রহস্য উন্মোচিত করে।

এটি সঠিক সময়ে সঠিক জিনিস দেখায়।

কখনো কখনো সামান্য ভুলের কারণে কৃষ্ণগহ্বরের অতলে হারিয়ে যায়।

 

জীবন ভবিষ্যতের জন্য অন্তর্দৃষ্টি ও অমূল্য বার্তা প্রদান ব্যতিত কিছুই নয়।

এটা কিছু সময়ের মাপকাঠি ছাড়া আর কিছুই নয়।

এটি স্মৃতির মূহুর্তগুলোকে নিয়ে ‘কস্ট এন্ড বেনিফিট এনালাইসিস’ ব্যতিত আর কিছুই নয়।

এটা ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে মানুষের জীবনকে কৌশলে অগ্রসর করে।

যাতে মানুষ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে।

 

জীবন একটি রূঢ় বাস্তবতার নাম।

এটি বিষণ্ণ এবং অস্বস্তিকর জিনিস দিয়ে পরিপূর্ণ।

এটা মাঝে মাঝে কোন কারণ ছাড়াই বিরক্ত করে।

এটা ব্যক্তিকে আরমাগেডনের কথা স্মরণ করে দেয়

যেদিন ব্যক্তির শেষ বিচার ও কর্মফলের দিন।

 

জীবন একটা গল্পের নাম।

যে গল্পে নানা ট্র্যাজেডিতে পরিপূর্ণ।

এটি আশাবাদীর জন্য আনন্দে ভরপুর।

এটা হতাশাবাদীর জন্যে দুঃখে পরিপূর্ণ।

যে গল্পে কখনো ব্যক্তির অবস্থা হয় সাক্ষী গোপালের দশা

আবার কখনো সে গল্পে ব্যক্তি হয়ে উঠে অপ্রতিরোধ্য।

 

জীবন মানেই ভালবাসা।

এর প্রাপ্তিতে ব্যক্তি আনন্দে মেতে উঠে।

কখনো প্রিয়ার আঘাতে তা ঘৃণা ও অভিমানে পরিপূর্ণ

কখনো প্রেমিক যুগল ঘৃণাকে ভালোবাসায় রূপ দেয়

দুজনের মাঝে বিভেদের দেয়াল তাজমহলে রূপ নেয়

সম্পর্কের সমীকরণে এটি বিচ্ছেদে ও পুনর্মিলনে আবর্তিত হয়

এটি প্রাক্তন ও বর্তমানে চক্রাবর্ত হয়।

কারো কাছে ভালোবাসাহীন জীবন রিক্ততায় পূর্ণ

আবার কারো কাছে শূন্যের মাঝেই প্রাপ্তির প্রত্যাশা।

 

জীবন মানেই তুমি।

এটা মানেই আমরা

এটা সর্বজনীনতায় পরিপূর্ণ

এটা ব্যক্তির জন্য হয়তো উদ্বিগ্ন।

নয়তো তা কোন সত্ত্বার জন্য শুভলগ্ন।

তাই একে যত্নসহকারে ভালবাসতে হয়।

 

জীবন মানেই অসংজ্ঞায়িত ও অনির্বচনীয় বস্তু।

মাঝে মাঝে এটা কিছুই গণনা করে না।

আবার এটি সবকিছুই গণনা করে।

এটি পার্থিব ও পরবর্তী জীবন নিয়ে পর্যালোচনা করে।

যেখানে বিধাতা কর্মের ফল নির্ধারনে শ্রেষ্ঠ ও নিরপেক্ষ।

 

জীবনটা একটা নাটকের মতো।

যেখানে থাকে অনেক পর্বের সমাহার

নায়ক ও ভিলেনের চরিত্র চিত্রায়নে ব্যক্তির বিবেক-বুদ্ধি অনেকাংশে নির্ভরশীল

তাই সক্রিয়ভাবে অভিনয়কারীর ভূমিকা পালন আবশ্যক।

নতুবা কেন্দ্রীয় চরিত্রের ভূমিকা হবে বিবর্ণ ও মরীচিকার মতন

প্রত্যেক অভিনেতাই নাটকের অংশ হতে চায়।

ব্যক্তির অভিনয় দর্শকদের দ্বারা মূল্যায়ন করা হয়।

 

জীবন ঘোরে সমালোচকের মন্তব্যের সরল ও বক্ররেখায়।

কখনো কখনো সমালোচক ও বিরোধীদের তীর্যক মন্তব্য এড়িয়ে যেতে হয়

আবার কখনো সমালোচকের পর্যবেক্ষণ ও উপদেশ পর্যালোচনা করতে হয়।

যা ব্যক্তির জীবনে নতুন অধ্যায় উন্মোচিত করে।

 

জীবন মূলত আবর্তিত হয় গান দিয়ে।

যে গানে থাকে জয় ও পরাজয়ের গান

সে গানে থাকে সুরের মূর্ছনা ও মধুর লয়

কিছু গান ব্যক্তিকে কাঁদায়।

কিছু গান সত্ত্বাকে উজ্জীবিত করে।

আবার কিছু গান অতীতের স্মৃতিকে রোমন্থিত করে।

চোখের কোণে শুভলং ঝর্ণার মত হ্রদ বয়ে চলে।

 

জীবনটা মিথের সাথে তুলনীয়।

এটা মিথ ও বাস্তবতার সমষ্টি বটে

কখনো মিথকে উপেক্ষা করে বাস্তবতা উন্মোচিত হয়।

মাঝে মাঝে নিজেকে কঠিন বাস্তবতার মুখোমুখি করতে হয়।

যা ব্যক্তিকে সাহসী করে তোলে

পাশাপাশি জীবনের কালো অধ্যায়গুলোর কবর রচিত হয়।

 

জীবন এক উত্থান-পতনের ধারাবাহিক অধ্যায়।

এটি অনেক চ্যালেঞ্জ ও হুমকিতে ভরপুর।

সাহসী হৃদয় দিয়ে সে সকল বাধার মোকাবিলা করা প্রয়োজন।

কিছু বাধা জয়ের দিকে নিয়ে যায়।

কিছু অসুবিধা এত গুরুতর যে তা মৃত্যুর মুখে ঠেলে দেয়।

কখনো কখনো বিপদগুলো মৃত্যুকে আলিঙ্গন করে

আবার কখনো তা মৃত্যুকে উপেক্ষা করে নতুন জীবন দান করে।

 

 

জীবন বাস্তবতা দিয়ে তৈরি এক প্রাসাদ।

ভালো উদ্দেশ্য নিয়ে নিজের সময়কে কাজে লাগানো উচিত

ব্যক্তির কার্যকলাপ পর্যালোচনায় বিভিন্ন ঘটনাবলীকে পরীক্ষা করতে হয়।

কেননা ব্যক্তির ভবিষ্যত ও বর্তমান তার কর্মের উপর নির্ভরশীল।

 

জীবন হলো অম্লজানের মতন

এটি বিভিন্ন রাসায়নিক উপাদান নিয়ে গঠিত

যেখানে অম্লজান ও উদযানের সমন্বয় অত্যাবশ্যক।

কিছু কার্বনডাইঅক্সাইড থেকে দূরে থাকাই শ্রেয়।

যেমন কার্বনডাইঅক্সাইড ত্যাগ করতে পর্যাপ্ত অক্সিজেনের প্রয়োজন।

তেমনি জীবনে চলার পথে একজন বিশ্বস্ত বন্ধু প্রয়োজন

যে পাশে থাকে সবসময়।

জীবন ব্যক্তির ভবিষ্যত ও ভাগ্যকে সংজ্ঞায়িত করে অনেকাংশে।

 

জীবন হলো পানির মতন।

কিছু পানি পান করার অযোগ্য।

আবার কিছু পানি ব্যবহার অনুপযোগী।

এ ধরনীর সত্তর ভাগ পানি হলেও সুপেয় পানির অভাব

তাই পানি অপচয় বারণ ও সংরক্ষণ করা প্রয়োজন

পানি পান ও ব্যবহার করার আগে পরিশোধন করা প্রয়োজন।

নদী ও সাগরের যেমন একটি গতি রয়েছে

তেমনি জীবনকে তার গতীতে চলতে দিতে হয়।

এটা কখনো কখনো স্রোতহীন নদী ও মৃগতৃষ্ণিকার মতন

কখনো কখনো তা মরুভূমিতে প্রিয়ার কারণে হয় মরুসাগর ও মরুদ্বীপ।

 

জীবনটা রসায়নে পরিপূর্ণ।

রাসায়নিক সংশ্লেষণ যেমন বিভিন্ন পদার্থের প্রয়োজন।

তেমনি জীবনেও ঘটে রসকষহীন সম্পর্কের আবর্তন

এটাতে যেমন আছে রোমান্টিক মুহূর্ত

তেমনি এতে রয়েছে করুণ ফ্ল্যাশব্যাকও

তাই রাসায়নিক যৌগের সাথে সম্পূর্ণ সংশ্লেষণ উপভোগ করাই শ্রেয়।

যেখানে থাকে ক্রিয়া ও প্রতিক্রিয়ার অনুপ্রবেশ।

 

জীবন হলো কিছু হিসাব-নিকাশের সমষ্টি।

যেমন ব্যক্তির বাজেটের সাথে মিল রেখে অর্থ ব্যয় করা প্রয়োজন।

তেমনি সঠিক খাতে ব্যক্তির তহবিল বরাদ্দ করা দরকার।

ব্যক্তির ব্যয়ও সাবধানে বাঁছাই করা দরকার।

কারণ জীবনের হিসাব মেলানো যে খুবই কঠিন।

 

জীবন একটি বৃত্তের মতন।

কখনো কখনো এর পরিধি অতিক্রম দুঃসাধ্য ও মার্তণ্ডকে ছোঁয়া

বৃত্তের ব্যাসার্ধ অনুসরণ করতে হয়, যতক্ষণ না এটা তার ব্যাসে পৌঁছায়।

একটি সুন্দর মন ও আত্মার মিলনে হয় পরিপূর্ণ বৃত্ত।

 

জীবন একটি পিচ ও কোণের মতন

শীর্ষবিন্দুতে পৌঁছানোর জন্য ব্যক্তিকে রশ্মি আঁকতে হয়।

চলার সে পথ সূক্ষ্ণ ও স্থূল কোণে ভরপুর

বর্গই পারে ব্যক্তিকে কণ্টকাকীর্ণ থেকে সরল পথে নিতে।

 

জীবন হল আবহাওয়ার মতন।

কখনও কখনও এটা বৈরীতা ও বিষণ্ণতা একাকার।

মাঝে মাঝে সূর্যের উঁকিতে তা হয় রৌদ্রকরোজ্জ্বল।

কখনো বা তা কালো মেঘে আচ্ছন্ন বিশাল আকাশ

কখনো বা তা রৌদ্রস্নাত একদিন।

চলার পথে ঝড় ও বজ্রপাত দেখলেই, আতঙ্কিত হতে নেই।

কারণ বৈরীতা কেটে সূর্য উঁকি দিবে নিশ্চয়ই

পথিক হবে রোমাঞ্চিত ও খুঁজে পাবে তার দিশা

সব কিছু আবার ফিরে পাবে আগের মতন।

 

জীবন একটা বইয়ের মতন।

একটি বাক্য তৈরি করার জন্য যেমন উপযুক্ত শব্দ চয়ন করতে হয়।

তেমনি জীবনের গল্প সাজাতে উপযুক্ত ব্যক্তির প্রয়োজন।

বাক্যগঠন পর্যায়ক্রমে যেমন বিভিন্ন অধ্যায়তে রূপ নেয়

তেমনি ধারাবাহিকভাবে বইয়ে রূপান্তরিত করতে ব্যক্তিকে পরিশ্রমী হতে হয়।

সব কবিতা যেমন পাঠকের পছন্দ নয়

তেমনি জীবন নামক কাব্যের পংক্তিগুলো সবার মনমত নয়।

 

জীবন হলো গবেষণার মতন।

ব্যক্তিকে যেমন গবেষণার পার্থক্য খুঁজতে হয়

তেমনি গবেষণার সমস্যা নির্ধারণ করা ব্যক্তির সহজ নয়

গবেষকের সব শিরোনাম যেমন তত্ত্বাবধায়কের পছন্দ নয়

তেমনি কখনো কখনো শিরোনামহীন জীবন হয়।

গবেষণার উদ্দেশ্য অনুযায়ী গবেষণার কাজ এগিয়ে নিতে হয়

সঠিক গবেষণার মাধ্যমে মানব সমাজ উপকৃত হয়।

তথ্য ও উপাত্ত বিশ্লেষণে যেমন গুণগত ও সংখ্যাতত্ত্বের প্রয়োজন

তেমনি জীবন বিশ্লেষণে নানা সমীকরণের দরকার।

 

জীবন একটি ব্যবসার মতন

সঠিক প্রকল্পে ব্যক্তিকে অর্থ বিনিয়োগ করতে হয়।

তেমনি জীবনের বিনিয়োগে আরো আন্তরিক হতে হয়।

কিছু ভাল গ্রাহক বাছাই করা বুদ্ধিমানের কাজ।

যেন তারা স্থায়ীভাবে উদ্ভাবকের পণ্য ক্রয় করে।

একজন ঋণখলাপি যেমন ব্যবসার জন্য দুর্ভাগ্যজনক।

তেমনি জীবনের ব্যবসায় অমনোযোগী হলে লোকসান গণনীয়।

 

জীবন হলো কলমের মতন

যা দিয়ে জীবনের গল্প লেখা হয়।

যে গল্পে থাকে করুণার সুর

যে গল্পে থাকে উত্থান ও পতনের ইতিহাস

ব্যক্তির পারফর্মেন্সের উপর গল্পের চরিত্র চিত্রায়িত হয়।

তাই কলমকে সরু পথে চালাতে ব্যক্তিকে হতে হয় দক্ষ ও চৌকশ।

 

 

জীবনটা কিছুর স্মৃতির সাকুল্য।

যা অতীত ইতিহাসের জন্য ব্যক্তিকে হাসায়।

এটা কখনো কখনো প্রিয়জনের জন্য চিৎকার করে।

এটি কখনো অতীত স্মৃতির রোমন্থনে ব্যক্তিকে তিলেতিলে নিঃশেষ করে।

এটি কখনো ব্যক্তিকে নিয়ে তার কর্মের মূল্যায়ন করে।

 

জীবন সৃষ্টিকর্তার এক অমূল্য উপহার।

রিপু দমন করে মানবহিতৈষী হতে হয়।

কেউ ইচ্ছাকৃতভাবে এর ক্ষতি করার অধিকার নেই।

সবকিছুই গুরুত্বপূর্ণ এবং অবিভাজ্য অংশ।

তাই জীবনের যত্ন নেওয়া উচিত।

অপরিপক্কভাবে ও অবিবেচকভাবে জীবনের ক্ষতি করা ঠিক নয়।

জীবন ও জীবনের গল্প মসীর তুলীতে লেখা সম্ভব নয়।

 

লেখক:

মোঃ হাবিবুর রহমান

কবি ও লেখক, ই- মেইল: [email protected]

 

 

 

 

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020