ঢাকারবিবার , ১৬ জুন ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

কঙ্গনার চড়কাণ্ড স্বরা ভাস্কর

বাংলা ট্রিবিউন
জুন ১৬, ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

কয়েকদিন আগেই চণ্ডীগড় বিমানবন্দরে সিআইএসএফ-এর এক নারী কনস্টেবল চড় মেরেছিলেন বলিউড অভিনেত্রী ও লোকসভার নবনির্বাচিত সদস্য কঙ্গনা রানাউতকে। এই ঘটনায় চারিদিকে নানা আলোচনা। কেউ পক্ষে কেউবা বিপক্ষে, অনেকেই তাদের মতামত জানিয়েছেন। এবার ‌‘তনু ওয়েডস মনু’ খ্যাত অভিনেত্রী স্বরা ভাস্করও প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেত্রী কঙ্গনাকে চড় মারার এই ঘটনাকে ভুল বলেই ব্যাখ্যা করেছেন। তবে তিনি একইসঙ্গে বলেছেন, দেশে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেগুলোর দিকে নজর দেওয়ার সময় এসেছে।স্বরার মতে, মানুষ যেটা বলতে চাইছেন, কঙ্গনার দক্ষিণপন্থি সমর্থকদের এই বিষয়টি নিয়ে মন্তব্য করা উচিত নয়। কারণ তারা নিজেরাই হিংসামূলক ঘটনায় লিপ্ত থাকেন। অভিনেত্রী বলেন, ‌‘কঙ্গনা শুধু চড় খেয়েছে, যদিও সেটা হওয়া উচিত নয়। কিন্তু তাও তো সে বেঁচে রয়েছে। তার (কঙ্গনা) চারপাশে এত নিরাপত্তারক্ষী। আমাদের দেশে এমন অনেক মানুষ ছিলেন, যারা প্রাণ হারিয়েছেন।’তিনি আরও বলেন, ‘অনেককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কাউকে ট্রেনের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে। দাঙ্গার মধ্যে নিরাপত্তারক্ষীদের হাতে খুন হয়েছেন মানুষ, এমন নিদর্শনও আছে। যারা এই ধরনের ঘটনা সমর্থন করেছেন, তারা কঙ্গনার ঘটনা নিয়ে আমাকে শেখাতে আসবেন না!’একই সাথে প্রশ্ন ছুড়ে দিয়ে কঙ্গনাকেও একহাত নিয়েছেন স্বরা। তিনি বলেন, ‘কঙ্গনার ক্ষেত্রে একটাই সমস্যা, হিংসামূলক ঘটনাকে সমর্থন জানাতে নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করেছে সে। তার পুরোনো উসকানিমূলক টুইট দেখলেই বোঝা যায়। এমনকি গণহত্যার ডাক পর্যন্ত দিয়েছে! উইল স্মিথের চড় মারার ঘটনাকে সমর্থন জানিয়েছে। তা হলে এখন কী হলো?’এখানেই থেমে থাকেননি তিনি। আরও বলেন, ‘কঙ্গনার ঘটনায় যে দোষী, সে তো শাস্তি পেয়েছে। কিন্তু শেষ দশ বছরে আমাদের দেশে যাদের হত্যা করা হয়েছে, সে সব ক্ষেত্রে অপরাধীরা তো বাইরে অবাধে বিচরণ করছে!’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।