1. [email protected] : thebanglatribune :
ওমরাহ পালনে মক্কার উদ্দেশ্যে জেবা জান্নাত - The Bangla Tribune
ডিসেম্বর ২, ২০২৩ | ৯:০৫ পূর্বাহ্ণ

ওমরাহ পালনে মক্কার উদ্দেশ্যে জেবা জান্নাত

  • প্রকাশের সময় : শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩

ছোট পর্দার এ প্রজন্মের অভিনেত্রী জেবা জান্নাত। খুব বেশি একটা অভিনয়ে নিয়মিত না হলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মাঝে-মধ্যেই বিভিন্ন দেশে ঘুরতে দেখা যায় তাকে। তবে এবার ঘুরতে নয় ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছেন এই অভিনেত্রী।
বর্তমানে মদিনায় অবস্থান করছেন জেবা জান্নাত। সেখান থেকে মঙ্গলবার (১৭ অক্টোবর) ওমরাহ পালন করতে মক্কার উদ্দেশ্যে রওনা দেবেন এই অভিনেত্রী।
ইতোমধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশ কিছু রিল ভিডিও এবং ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জেবা জান্নাত।
ওই ছবিগুলোতে দেখা যায়, মদিনার মসজিদে নববিতে গিয়েছেন তিনি। অভিনেত্রীর পরনে রয়েছে ক্রিম-কফি রঙের একটি বোরকা। সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন জেবা জান্নাত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করার পর ইতিবাচক মন্তব্যে রীতিমতো ঝড় উঠেছে জেবা জান্নাতের কমেন্টবক্সে। একজন লিখেছেন, মাশাআল্লাহ। আরকেজন লেখেন, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামীন কবুল করুক। মন্তব্যের ঘরে বেশির ভাগ নেটিজেনই ওমরাহ পালনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন জেবা জান্নাতকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020