দুই বারের বেশি বিসিএস পরীক্ষার সুযোগ বন্ধের বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। একই সাথে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট জিপিএ নির্ধারণের কথাও ভাবা হচ্ছে। জনপ্রশাসন ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। তবে বিষয়টি এখনও পর্যন্ত একদমই প্রাথমিক পর্যায়ের আলোচনা বলে জানিয়েছে সূত্রগুলো।
সংশ্লিষ্টদের বক্তব্য, স্নাতক ফাইনাল পরীক্ষা শেষে ৩০ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। ফলে কেউ কেউ ৫ থেকে ৬টি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। এতে করে যারা প্রথমবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা চাকরির সুযোগ কম পাচ্ছেন। বিপরীতে বড় একটি অংশের বিসিএস হয় দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে।
সূত্র বলছে, একাধিকবার পরীক্ষার সুযোগ দেওয়ার কারণে নতুন এবং পুরোনোদের মধ্যে একটি অসম প্রতিযোগিতা হচ্ছে। কেননা একাধিকবার পরীক্ষায় অংশগ্রহণকারী নিজের অভিজ্ঞতা এবং অধিক প্রস্তুতির কারণে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে পিছিয়ে পড়ছেন ফ্রেশ গ্রাজুয়েটরা। মূলত এটি বন্ধ করতেই সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা সরকারের অন্য মহলের কেউই এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।