1. [email protected] : thebanglatribune :
আগরদাড়ী আমিনিয়া কামিলা মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি - The Bangla Tribune
ডিসেম্বর ২, ২০২৩ | ৭:৩৫ পূর্বাহ্ণ

আগরদাড়ী আমিনিয়া কামিলা মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩

সরকারি বিধি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী আগরদাড়ী আমিনিয়া কামিলা মাদরাসায় সৃষ্টপদে ১ জন কম্পিউটার ল্যাব অপারেটর ও সৃষ্টপদে ১ জন ল্যাব সহকারী (বিজ্ঞান) নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনীয় কাগজপত্র, ২ কপি ছবি এবং ( অফেরতযোগ্য) পোস্টাল অর্ডার (কম্পিউটার ল্যাব অপারেটর ১০০০ এবং ল্যাব সহকারী ৫০০ টাকা সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে।
যোগাযোগ:- সভাপতি, আগরদাড়ী আমিনিয়া কামিলা মাদ্রাসা, পো: আগরদাড়ী মাদরাসা, সাতক্ষীরা সদর।
মোবাইল:- 01715122996

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020