সাধারণত দু্ই থেকে আড়াইবছর বয়স থেকেই শিশুরা কিন্তু শেখা শুরু করে। তবে এই বয়সের শিশুকে বোঝাতে বা শেখাতে আলাদা কৌশলের প্রয়োগ প্রয়োজন। সেক্ষেত্রে অবশ্যই শিশুর ভালোলাগার জায়গাটিকে প্রাধান্য দিতে হবে। যেহেতু সব শিশুই খেলতে খুব পছন্দ করে, তাই সে অনুযায়ী শিশুকে খেলার মাঝেই শেখাতে বা পড়াতে বসাতে পারেন।
খেলার ছলে শিশুকে কীভাবে শেখাবেন সে সম্পর্কে পরামর্শ দিয়েছেন শিশু শিক্ষা বিষয়ে গবেষক এবং ‘খেলতে খেলতে শিখি’ প্রিস্কুলের প্রধান কনসালটেন্ট এবং শিক্ষিকা মাজেদা হাসান। তিনি বলেন, ‘ঘরের কোমলমতি সোনামণিদের ছোট থেকে শেখাতে হলে প্রথমেই মা-বাবাকে ধৈর্য ধারণ করতে হবে। এরপর তাকে শেখানো শুরু করতে হবে।
তিনি বলেন শিশুকে শেখানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে, তাকে খেলতে খেলতে শেখানো। এক্ষেত্রে শিশুদের জন্য এমন সব খেলনা নির্বাচন করতে হবে যা থেকে শিশুরা শিখতে পারবে আবার তার খেলায়ও কোনো অসুবিধা হবে না।