নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নয়াপল্টনেই হবে ১০ ডিসেম্বরের সমাবেশ। এটা জনগণের ঘোষণা। সেদিন ঘোষণা হবে শেখ হাসিনা সরকারের পতনের এক দফার কর্মসূচি। মানুষের জীবন নিয়ে খেলছে সরকার, আন্দোলনে ফেটে পড়তে হবে, সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগ করতে।
আওয়ামী লীগের কথা শুনলে মনে হয় ওরা হচ্ছে মালিক, আর আমরা হচ্ছি চাকর-বাকর, প্রজা। এই দেশ কারও বাপের রাজত্ব? আসল ঘোষণা হবে ১০ তারিখে। সেই দিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন। এখানে কোনো আপস নাই। আপনাদের যেতে হবে এবং শান্তিপূর্ণভাবে চলে যান। মামলা দিয়ে কি আটকানো গেছে? যত মামলা দেবে, তত আরও শক্তিশালী হবে, মানুষ তত রুখে দাঁড়াবে। বাধা দিলে বাধবে লড়াই। কারণ, এটা আমাদের জীবন-মরণ সমস্যা,জাতির অস্তিত্বের প্রশ্ন।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. নয়ন মিয়া নিহতের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। রাজধানী ছাড়াও সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ করে বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, মীর সরাফত আলী, ইশরাক হোসেন, মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল ইসলাম মজনু, উত্তরের সদস্যসচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল, মহিলা দলের আফরোজা আব্বাস ও স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, আগের রাতে ভোট দেওয়ার কথা জেনে বিদেশিরাও হতভম্ব। পুলিশের ঘাড়ে বন্দুক রেখে শেখ হাসিনা নির্যাতন চালিয়ে ক্ষমতায় আছে; তার দায় বাহিনীকে নিতে হবে। র্যাব নিজেরা গুলি করে মানুষ হত্যা করেনি, শেখ হাসিনার নির্দেশে অপকর্ম করে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে তারা।