রপ্তানি নিষিদ্ধ করলেও দক্ষিণ এশিয়ার এই দেশটি প্রতিবেশী এবং অন্যান্য দেশ, যারা খাদ্য নিরাপত্তা হুমকির মুখোমুখি হয়েছে, তাদের জন্য জিটুজি ভিত্তিতে সরবরাহ চালু রাখে। এরপরই চালের রপ্তানিতে এশিয়ার এই দেশটি বিধি-নিষেধ আরোপ করতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন। এই বিষয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপ করেছেন ভারতের খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে।
চাল রপ্তানির লাগাম টানার কোনও পরিকল্পনা ভারতের আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের চেয়েও বেশি চালের মজুত রয়েছে। তাই এর রপ্তানি সীমিত করার কোনও পরিকল্পনা নেই।’
গত মাসে গম রপ্তানি নিষিদ্ধ করার ভারতের আকস্মিক সিদ্ধান্তের পর চাল রপ্তানির সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে আমদানিকারকদের মাঝে উদ্বেগ দেখা দেয়। যে কারণে ব্যবসায়ীরা তড়িঘড়ি করে চাল কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন এবং অনেক পরের তারিখেও সরবরাহ পাওয়ার জন্য চালের অর্ডার করছেন।