কৃষক-শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে টাঙ্গাইল সদরে তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানবীর আহাম্মেদ। তিনি বলেন, ‘গতকাল রাতে ১০ থেকে ১৫ জন মুখোশধারী ব্যক্তি এসে কাদের সিদ্দিকীর বাসায় ঢিল ছোড়ে। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে ওনার সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে তিনি এখনো কোনো লিখিত অভিযোগ করেননি।’
এর আগে ওইদিন দুপুরে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী। দলীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে সভায় যোগ দেন কাদের সিদ্দিকী। সেখানে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শোনার প্রায় দুই ঘণ্টা পরে তিনি বক্তব্য শুরু করেন। প্রায় দশ মিনিট দাঁড়িয়ে বক্তব্য দেয়ার পর কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে বসে পড়েন। এ সময় নেতাকর্মীরা তাকে ধরাধরি করে গাড়িতে তুলে বাসায় নিয়ে যান।