ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

উস্কানিদাতাদের অনুসন্ধানে কমিটিতে ডাকা হলো সৌমিত্র শেখরকে

বাংলা ট্রিবিউন
আগস্ট ২৫, ২০২৫ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চালাকালে সংঘটিত শিক্ষার্থীদের হত্যা, জখম, নির্যাতন-নিপীড়ন, চিকিৎসায় বাধাদান, ধর্ষণের হুমকিদাতা ও উস্কানিদাতাদের অনুসন্ধানের লক্ষ্যে গঠিত কমিটিতে ডাকা হয়েছে অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে। কমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এ উপাচার্যকে ডাকার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট কমিটির আহবায়ক এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলন চালাকালে বিভিন্ন ঘটনা ঘটে। শিক্ষার্থীদের হত্যা, জখম, নির্যাতন-নিপীড়ন, চিকিৎসা গ্রহণে বাধাদান, ধর্ষণের হুমকিদাতা ও উস্কানিদাতাদের অনুসন্ধানের লক্ষ্যে উপাচার্য একটি কমিটি গঠন করেন।

কমিটির ষষ্ঠ সভার সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সাক্ষাৎকার প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। তাকে আগামী ২৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের তৃতীয় তলায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষে সশরীরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), বাংলা বিভাগের চেয়ারম্যান, কলা অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ দপ্তরের পরিচালক, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাসচিবকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।