চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক সংলগ্ন প্রসিদ্ধ রাণীরহাট বাজারের পার্শ্বে শিক্ষাবান্ধব ও মনোরম পরিবেশে অবস্থিত রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সর্বশেষ জারীকৃত (সংশোধিত) ২০১৯ চাকুরী নিয়োগবিধি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ (সর্বশেষ পরিমার্জিত) এর কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে অত্র কলেজের অধ্যক্ষের এমপিওভুক্ত শূন্যপদে ১ জন অধ্যক্ষ, বেতন কোড: ০৫, নিয়োগ প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়া: আবেদনকারী রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজ, রূপালী ব্যাংক পিএলসি, রাণীরহাট উপ-শাখায় ১,০০০ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাপট/পে-অর্ডার, পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি, মোবাইল নাম্বার, অভিজ্ঞতা সনদ এবং যথাযথ কর্তৃপক্ষ হতে অনাপত্তিপত্র, প্রথম ও শেষ এমপিও কপি ও অন্যান্য আনুসাঙ্গিক প্রয়োজনীয় সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে পরবর্তী ২০ দিনের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি কলেজ অফিসে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে বিলম্বে প্রাপ্ত কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবেনা।
যোগাযোগ: -কে. আর. এম. পেয়ারউদ্দিন মাহমুদ চৌধুরী সভাপতি, কলেজ গভর্নিং বডি, রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজ, ডাকঘর: ঠান্ডাছড়ি-৪৩৪০, রাজানগর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।