ক্যান্টনমেন্ট কলেজে নিয়োগ

ক্যান্টনমেন্ট কলেজে নিয়োগ

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব অর্থায়নে কয়েকটি বিষয়ে সৃষ্ট/শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে। প্রতিষ্ঠানটিতে হিসাব সহকারী পদে ২ জন ও নিরাপত্তা কর্মী পদে ১ জন নিয়োগ দেয়া হবে। হিসাব সরকারি পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও বেতন স্কেল:
ব্যবসায় শিক্ষায় ন্যূনতম ২য় শ্রেণিতে স্নাতক ডিগ্রি/সমমান সম্পন্ন সিজিপিএ (কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়)। প্রার্থীকে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে ও প্রার্থীর বয়স ৩০-০৪-২০২৫ তারিখে বয়স অনূর্ধ্ব-৩২ বছর। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল/সার্জেন্ট (ক্লার্ক) পদবীর ব্যক্তিদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৪৫ বছর ও শারীরিকভাবে যোগ্য (হিসাব শাখায় কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে)।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন ৯,৭০০/-২৩,৪৯০/- (গ্রেড-১৫)
নিরাপত্তা কর্মী পদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও বেতন স্কেল:
ন্যূনতম এসএসসি পাস। তবে অভিজ্ঞতা সম্পন্ন/দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পর্যন্ত গ্রহণযোগ্য হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে। প্রার্থীর বয়স ৩০-০৪-২০২৫ তারিখে বয়স অনূর্ধ্ব-৩২ বছর।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন: ৮,২৫০/- – ২০,০১০/-(গ্রেড-২০)
প্রতিষ্ঠানের অন্যান্য সুবিধা:
সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, সন্তোষজনক চাকুরির ভিত্তিতে ইনসেনটিভ অ্যালাউন্স এবং কলেজের ভালো ফলাফলের ভিত্তিতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষেত্রবিশেষে উৎসাহ ভাতা প্রদান করা হতে পারে। এছাড়া চাকরি স্থায়ী হলে কলেজের বিধি মোতাবেক কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়মাবলি
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা এক কপি রঙিন ছবি এবং যে কোনো সিডিউল ব্যাংক হতে ক্রমিক নং ক-তে উল্লিখিত পদের জন্য ৬০০ টাকা এবং খ পদের জন্য ৪০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) অধ্যক্ষ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট এর অনুকূলে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
নির্বাচনি পরীক্ষা
নির্বাচনি পরীক্ষার তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না এবং এ জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। যে কোনো আবেদন গ্রহণ/বাতিল এবং প্রয়োজনে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীকে ১৫ মে এর মধ্যে আবেদন করতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *