মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজে ১৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১. প্রভাষক (পদার্থবিজ্ঞান) ইংরেজি ও বাংলা – ১জন
২. প্রভাষক (আইসিটি) ইংরেজি ও বাংলা – ১জন
৩. প্রভাষক (ইংরেজি) ইংরেজি ও বাংলা-১জন
৪. সহকারী শিক্ষক (বাংলা) ইংরেজি ও বাংলা-১জন
৫. সহকারী শিক্ষক (ইংরেজি) ইংরেজি ও বাংলা-১জন
৬. সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) ইংরেজি ও বাংলা-২জন
৭। সহকারী শিক্ষক (ব্লক) ইংরেজি ও বাংলা-১জন
৮. হিসাবরক্ষক/অ্যাকাউন্ট সুপারভাইজার- ১জন
৯. ড্রাইভার-২জন
১০. সিকিউরিটি গার্ড-২জন
১১. বুক/মেসওয়েটার/ক্লিনার-৩জন
আবেদন প্রক্রিয়া: আবেদনকারীদেরকে ২০ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ দরখাস্ত ‘অধ্যক্ষ, মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ, জাহাংগীরাবাদ সেনানিবাস, বগুড়া’ বরাবর দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ:-অধ্যক্ষ, মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ, জাহাংগীরাবাদ সেনানিবাস, বগুড়া।
মোবাইল: 01769123176 , 01769123175