ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

ভর্তি পরীক্ষায় হলে অসুস্থ হয়ে অচেতন শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক শিক্ষার্থী পরীক্ষার হলে শারীরিক অসুস্থতার কারণে অচেতন হয়ে পড়েছেন। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আয়শা আনন্নামা নামের ওই শিক্ষার্থীর বাড়ি গাজীপুর। তিনি বলেন, ‘১২ তারিখ আমি ঢাকায় এসেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল গতকাল। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল। পরীক্ষার হলে এসে এমসিকিউ প্রশ্ন সলভ করার পর আমি অসুস্থ হয়ে পড়েছি। আমি পরে আর পরীক্ষা দিতে চাইনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মিতা শবনম জানান, ‘আমরা তার (শিক্ষার্থীর) শারীরিক অবস্থা পরীক্ষা করেছি। দীর্ঘ ভ্রমণের কারণে সে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে পরীক্ষা চালিয়ে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে আর অংশ নিতে চায়নি।’
এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৪৩ জন শিক্ষার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।