আদমজী ক্যান্টনমেন্ট কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রাথমিকভাবে ৬ মাস মেয়াদের জন্য ১ জন চুক্তিভিত্তিক প্রভাষক নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা
• সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির অনার্সসহ ২য় শ্রেণির মাস্টার্স ডিগ্রী অথবা সমমানসম্পন্ন সিজিপিএ।
• কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
• বয়স: ৩১ জানুয়ারি,২০২৫ তারিখে বয়স অনূর্ধ্ব-৩৫ বছর।
বেতন ও ভাতা
সর্বসাকুল্যে মাসিক বেতন ২৬,০০০ টাকা নির্ধারিত। অন্য কোনো ভাতা প্রযোজ্য হবে না। এই নিয়োগ প্রাথমিকভাবে ৬ মাসের জন্য চুক্তিভিত্তিক হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের (যদি থাকে) সত্যায়িত অনুলিপি, এক কপি রঙ্গিন ছবি এবং ৬০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) অধ্যক্ষ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট এর অনুকূলে আবেদন করতে হবে।
নির্বাচনি পরীক্ষা
নির্বাচনি পরীক্ষার (লিখিত ও মৌখিক) তারিখ এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আলাদাভাবে কোনো পত্র প্রেরণ করা হবে না এবং এ জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ পত্র সঙ্গে আনতে হবে। যথাযথ নিয়মে আবেদন না করলে যে কোনো আবেদন বাতিল ও সংরক্ষণসহ যে কোনো বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আবেদনের সময়সীমা
আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।