1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বাণিজ্যমেলা থেকে ফেরার পথে তিন শিক্ষার্থী নিহত - The Bangla Tribune
এপ্রিল ৩, ২০২৫ | ২:৪৫ অপরাহ্ণ

বাণিজ্যমেলা থেকে ফেরার পথে তিন শিক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫

বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছোট ধাপ এলাকার জিয়াউর রহমান প্রামাণিকের ছেলে শাহ নেওয়াজ (২০), একই উপজেলার ডিমশহর গ্রামের আবদুর রহমান মন্ডলের ছেলে আল হোসাইন মন্ডল (১৯) ও কাহালু উপজেলার কাজীপাড়ার মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামাণিক (১৯)। তারা সহপাঠী এবং বন্ধু
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, তিন বন্ধু আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে নওগাঁয় বাণিজ্য মেলায় যান। মেলায় ঘোরাঘুরির পর রাতে বাড়িতে ফিরছিলেন তারা। রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এলে নওগাঁগামী আলুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধু নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় শাহ নেওয়াজের খালাতো ভাই গোলাম মোস্তফা ও মিথুন প্রামাণিকের বাবা মঞ্জুর আলী জানান, তিন বন্ধু বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল। তারা আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়। বাসায় ফেরার পথে তিন জনের প্রাণ কেড়ে নিয়েছে ট্রাক।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, ‘ট্রাকের চালক নওগাঁর চকজাফরাবাদ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আলমগীর হোসেনকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শে‌ষে লাশগুলো পরিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020