ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

তিতুমীরের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ববিদ্যালয়ের দাবিতে আগামীকাল সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ কর্মসূচির আওতাভুক্ত থাকবে মহাখালী, আমতলী, রেলগেট এবং গুলশান লিংকরোড। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা বারবার শুধু ঘোষণা দিয়ে যাচ্ছি আমাদের অবরোধের কথা। বিভিন্ন সময় রাষ্ট্রের বিভিন্ন দিক বিবেচনা করে আমরা শিথিল করছি। তবে আগামীকাল থেকে কোনো শিথিল হচ্ছে না; একই সাথে তিতুমীরের শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের জন্য সংগ্রাম করছে রাষ্ট্র বার বার দ্বিচারিতা করছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামীকাল সকালে তিতুমীর কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো। এতে পরীক্ষাসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
তাদের নতুন তিন দফা দাবি গুলো হলো- ১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমীক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। ২. শিক্ষা উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তিতুমীর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করে যোগ্যতা বিবেচনায় নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে। ৩. তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রনালয়ের উপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্টু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।