যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও পেনসিলভানিয়ায় ভয়াবহ দুটি বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার দুর্ঘটনা ঘটল দেশটিতে।এবার হিউস্টনে টেকঅফের সময় একটি বিমানে আগুন ধরে গেছে। স্থানীয় সময় রবিবার (২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।সোমবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়, জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের সময় ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট ১৩৮২-এ আগুন ধরে যায়। নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিচ্ছিল বিমানটি। রানওয়েতে টেকঅফের আগ মুহূর্তে বিমানের একটি উইংয়ে হঠাৎই আগুন ধরে যায়।