1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি - The Bangla Tribune
এপ্রিল ৩, ২০২৫ | ৩:০১ অপরাহ্ণ

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • প্রকাশের সময় : রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫

শনিবার (২৫ জানুয়ারি) টাঙ্গাইলের কালিহাতীতে হারল্যানের একটি শোরুম উদ্বোধনের কথা ছিল তার। তবে স্থানীয় ‘ধর্মপ্রাণ মুসল্লিদের’ বাধা ও হুমকির মুখে অনুষ্ঠান বাতিল করেন দোকান মালিকপক্ষ। পরে ফেসবুকে কড়া প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দেন এই জনপ্রিয় অভিনেত্রী।
ঘটনার পরের দিন আজ রবিবার (২৬ জানুয়ারি) চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ প্রসঙ্গে ফেসবুকে অনেকে লেখালেখি করছেন, টাঙ্গাইলের অনুষ্ঠানে যেতে না পারা নিয়ে পরীমণি যে পোস্ট দিয়েছেন, তার সঙ্গে দ্রুত এই গ্রেপ্তারি পরোয়ানার যোগসূত্র আছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাহসী জবাব দিয়েছেন পরীমণি। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার কোনো কিছুতে সমস্যা মনে হলে আমি কথা বলবই। আমার গায়ে লাগলে আমি কাউকে ছেড়ে কথা বলব না। সবার মতো আমি চুপ করে থাকতে পারি না। যেকোনো অন্যায় নিয়ে আমি কথা বলছি। এই অন্যায় নিয়ে কথা বলার কারণে আমাকে যদি বারবার জেলে যেতে হয়, আমি গেলাম। আর কী করব। কিছু হলেই জেলে পাঠাবে, তাহলে তো দেশের কেউ কথাই বলবে না। সবাই কি বোবা হয়ে থাকবে? আমৃত্যু আমি অন্যায় দেখলে কথা বলব, যা আছে কপালে।’ গ্রেপ্তারি পরোয়ানায় আপনি ভীত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভীত কেন হব? এখানে ভয়ের কিছু নেই। আমি আইনিভাবে মোকাবিলা করব। জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020