দারুর রাহমান জা’ফরীয়া মাদরাসায় কয়েকটি পদে শিক্ষক নিয়ােগ দেওয়া হবে। অত্র প্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষের ফেব্রুয়ারি/রমজানের পর থেকে নিম্নে বর্ণিত পদসমূহে ওস্তাদ প্রয়োজন। নির্বাচিত ওস্তাদগণ, আপনার আসা নিশ্চিত করে- রমজানের পরও যুক্ত হতে পারবেন।
১। প্রধান শিক্ষক-১ জন
২। হিফজ শিক্ষক- ১জন
৩। নাজেরা শিক্ষক- ১জন
8। নূরানী শিক্ষক- ১জন
৫। হিসাব রক্ষক- ১জন
প্রতিষ্ঠানটি কুমিল্লা জেলা, মুরাদনগর থানা, কৃষ্ণপুর বাজারের পূর্ব দিকে অবস্থিত। প্রতিষ্ঠানটি গ্রামে অবস্থিত হলেও একটি টাইলস করা জামে মসজিদসহ (আপাতত) শিক্ষা কার্যক্রম চলমানে দুইটি টিনের বিশাল রুম ও একটি টিনসেট বিল্ডিং রয়েছে। পাশাপাশি ফাউন্ডেশনসহ শীঘ্রই ভবন তৈরির পরিকল্পনা চলমান আলহামদুলিল্লাহ, অত্র প্রতিষ্ঠান থেকে সাপ্তাহিক/মাসিক কোন ধরণের কালেকশন করানো হয়না ইনশা-আল্লাহ্, নতুন নিয়োগ প্রাপ্ত সম্মানিত শিক্ষকদের মাসিক সম্মানি যোগ্যতার ভিত্তিতে ধার্য করা হবে।
প্রত্যেক বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে অতিরিক্ত সম্মানিসহ [বোনাস/বিভিন্ন উপহার] দেওয়া হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতি ইংরেজি মাসের ১০ তারিখের মধ্যে শিক্ষকদের মাসিক সম্মানি পরিশোধ করা হয়।
শিক্ষকদের জন্য তিনবেলা মানসম্মত খাবার পরিবেশন করা হয়।কুমিল্লা ও তার আশেপাশে লােকদের জন্য প্রযোজ্য।