বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী বিধি মোতাবেক শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লক্ষীপুর বাইতুল আমিন ইসলামিয়া দাখিল মাদরাসা।
১। সহ-সুপার
বেতন কোড: ৮
শিক্ষাগত যোগ্যতা: কামিল/সমমান
২। ইবতেদায়ি প্রধান
বেতন কোড: ১১
শিক্ষাগত যোগ্যতা: ফাজিল/সমমান
আবেদনের সময়: আগ্রহী প্রার্থীকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন ফি: সহকারী সুপার পদে দুই হাজার টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংক লস্করহাট শাখা, ফেনী সদর ফেনী হিসাব নং-৪০০৯১০০০৮৫০৮৬।
যোগাযোগ: -সুপার/সম্পাদক, লক্ষীপুর বাইতুল আমিন ইসলামিয়া দাখিল মাদরাসা, ডাকঘর : লস্করহাট, ফেনী সদর, ফেনী।

Posted inজবস এন্ড ক্যারিয়ার শিক্ষা সব