ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

শিক্ষার্থীদের পাশে থাকবে জবি শিক্ষক সমিতি

বাংলা ট্রিবিউন
জানুয়ারি ১৩, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকবে বলে জানিয়েছে জবি শিক্ষক সমিতি। সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন।
তিনি বলেন, শিক্ষক সমিতি শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে। এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে। শিক্ষক সমিতি মনে করে সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক্ষেত্রে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য।
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতি, জবি শিক্ষার্থীদের প্রতি এই বৈষম্য দূরীকরণে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো অবিলম্বে পূরণের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। এ ছাড়া অসুস্থ শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার বহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক রইছ বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতি তাদের পাশে থাকবে। এই আন্দোলনই যেন শিক্ষার্থীদের শেষ আন্দোলন হয়। তাদের দাবি যেনো মেনে নেয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মূল দাবিগুলো হলো-২য় ক্যাম্পাসকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসনের ব্যবস্থা এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান, পুরাণ ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু ও সম্পন্ন করা। এসব দাবি আদায়ের লক্ষে গত রোববার সকাল থেকে অনশনে বসেছেন জবি শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।