স্মৃতিতে ভাস্বর, আবেগঘন এক বিদায়ের সাক্ষী হলো ভোলার বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা। একটানা ৩০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন বাংলার প্রভাষক ও সহকারী অধ্যাপক এ.এন.আই মহসীন সরওয়ার। চোখের কোণে অশ্রু, তবুও মুখে মুগ্ধতার হাসি নিয়ে বিদায় নিচ্ছেন তিনি। প্রিয় শিক্ষককে সম্মান জানাতে সাদা রঙের এক সাজানো মাইক্রোবাস প্রস্তুত। সেই গাড়িতে চড়িয়ে, ফুলের শুভেচ্ছায় সিক্ত করে তাঁকে পৌঁছে দেওয়া হলো বাড়ি। এ যেন এক জীবনের সার্থকতার গল্প!
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১ টার দিকে চাকরি জীবনের শেষ দিনে এক শিক্ষকের বিদায় অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলল ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন কামিল মাদ্রাসায়।সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার অফিস থেকে বেরিয়ে মাঠ আর সড়কের দু’ধারে সারিবদ্ধ দাঁড়িয়ে শত শত শিক্ষার্থী। প্রত্যেকের হাতে ফুল। ফুল ছিটিয়ে প্রিয় শিক্ষককে সম্মান জানাচ্ছে সবাই। দুই সারির মাঝখান দিয়ে বিদায়ী শিক্ষক হাঁটছেন ধীর পায়ে। চোখে জল, মুখে কৃতজ্ঞতার হাসি। আর শেষে অপেক্ষায় একটি সাদা মাইক্রোবাস, যা সাজানো হয়েছে বিদায়ী যাত্রার জন্য। কর্মজীবনের শেষ দিনে এ ধরনের আয়োজন দেখে আবেগ আপ্লূত হয়ে পড়েন তিনি।