ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর টিএসসি সংলগ্ন চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেন। আটককৃত ওই ছাত্রলীগ নেতার নাম পুতুল চন্দ্র রায়। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের জয়-লেখক কমিটির স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। পরে এই নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার পর টিএসসিতে চা খেতে এসেছিলেন পুতুল চন্দ্র রায়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটক করে রাখেন। পরে খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে আসলে তাদের হাতে তুলে দেন তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।