লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের মধ্যে আটকা পড়েছিলেন বলিউড সুন্দরী নোরা ফাতেহি। কয়েক মুহুর্তের নোটিশে তাকে জায়গা খালি করতে হয়েছে দাবানলের হাত থেকে প্রাণে বাঁচতে। শেষমেশ অক্ষত দাবানলের হাত রক্ষা পেয়েছেন বলিউডের আইটেম গার্ল, তবে আতঙ্ক কাটেনি। আতঙ্কিত বোধ করার কথা স্বীকার করে নেন নোরা। লস অ্যাঞ্জেলসের দাবানলে পুড়ে ছাই হয়েছে হলিউড তরকা জেমি লি কার্টিস, প্যারিস হিলটনদের বাড়িও। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা সেই সব বাড়ির ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল।বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করে তার কষ্টের কথা জানান নোরা এবং নিজের সুস্থতা সম্পর্কে ভক্তদের আপডেট দেন। নোরা বলেন,’আমি লস অ্যাঞ্জেলেসে আছি এবং দাবানল সব পুড়ছে। আমি কখনও এমন কিছু দেখিনি, পাগলের মত পরিস্থিতি। আমরা মাত্র ৫ মিনিট আগে এই জায়গা খালি করার আদেশ পেয়েছি। তাই আমি তাড়াতাড়ি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি এবং আমি এখান থেকে, এই এলাকা থেকে সরে যাচ্ছি।’