1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
রিকেলটনের অনবদ্য ইনিংসে রান - The Bangla Tribune
এপ্রিল ৩, ২০২৫ | ২:৫২ অপরাহ্ণ

রিকেলটনের অনবদ্য ইনিংসে রান

  • প্রকাশের সময় : শনিবার, জানুয়ারি ৪, ২০২৫

তবে তাদের অর্ধশতরানের জুটির পর দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকেরা।কিন্তু এরপরই সিরিজে আগেই দ্রুতি ছড়ানো রায়ান রিকেলটন খেললেন অনবদ্য এক ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দেওয়া বাভুমার তুলে নিলেন লড়াকু সেঞ্চুরি। চতুর্থ উইকেট জুটিতে তাদের দুইশ রানের জুটিতে কেপ টাউন টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।রিকেলটনের অনবদ্য ইনিংসে রান দুজনের সেঞ্চুরিতে দিনের খেলা শেষ হওয়ার আগে ৪ উইকেটে ৩১৬ রান তুলেছে প্রোটিয়ারা।
বাভুমা ১৭৯ বলে ৯ চার ও ২ ছয়ে ১০৬ রান করে আউট হলেও ১৭৬ রানে অপরাজিত আছেন রিকেলটন। এই রান তিনি করেছেন ২৩২ বল খেলে, মেরেছেন ২১টি চার ও একটি ছয়। চতুর্থ উইকেটে বাভুমাকে নিয়ে তুলেছেন ২৩৫ রান।
কেপ টাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেন এইডেন মার্করাম ও রিকেলটন।কঠিন সময় পার করে দিয়ে খুররাম শেহজাদের চমৎকার ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে ফেরেন মার্করাম। ভাঙে ৬১ রানের জুটি।ভিয়ান মুল্ডারকে দ্রুত ফেরান মোহাম্মদ আব্বাস। শূন্য রানে ট্রিস্টান স্টাবসকে বিদায় করেন আগা সালমান।
বিনা উইকেটে ৬১ থেকে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৭২।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020