ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

গানে নেচে কটাক্ষের শিকার উর্বশী

বাংলা ট্রিবিউন
জানুয়ারি ৪, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বলিউডের আইটেম গার্ল তিনি তবে আগের মতো খুব একটা চোখে পড়েনা সিনেমায়। বলছি অভিনেত্রী উর্বশী রাউতেলারের কথা। বলিউডে খুব একটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি। তাছাড়া ঋষভ পান্থের সঙ্গে মাঝেমধ্যেই তার নাম জড়িয়েছে হয় নানা গুঞ্জন। সম্প্রতি তেলুগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এর গানের ভিডিওতে কটাক্ষের শিকার হলেন এ অভিনেত্রী। তেলুগু তারকা অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণর সঙ্গে যেভাবে অভিনেত্রী নেচেছেন তা মোটেই ভালোভাবে নিতে পারেননি নেটিজেনরা। নাচে অশালীনতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ৬৪ বছরের নায়কের সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন তিনি। আর তাতেই যেন নেটিজেনদের চক্ষুশূল হয়েছেন তিনি। অনেকেই দাবি করছেন, বাবার বয়সী নায়কের সঙ্গে এমন ‘অশ্লীল’ নাচ কীভাবে নাচতে পারেন ৩০ বছরের এই নায়িকা।
নাচের সেই ভাইরাল ভিডিও শেয়ার করে একজন নেটিজেন লিখেছেন, ‘এ কী দেখা যাচ্ছে? এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তাও মেয়ের বয়সী নায়িকার সঙ্গে? এমন জিনিয়াস কোরিওগ্রাফি নিয়ে যিনি আসুন না কেন, নায়ক কীভাবে রাজি হতে পারেন? অত্যন্ত জঘন্য।’উল্লেখ্য, তেলুগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এই সিনেমার মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে বলিউডের আরেক তারকা ববি দেওলের। চলতি মাসের ১২ জানুয়ারি সিনেমা হলে ‘ডাকু মহারাজ’-এর মুক্তি পাওয়ার কথা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।