1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ - The Bangla Tribune
সেপ্টেম্বর ১৯, ২০২৪ | ৭:১৯ পূর্বাহ্ণ

নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পদে নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক প্রশাসনিক কর্মকর্তা ও অধিকাংশ অস্থায়ী কর্মচারীকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার জন্য এই নিয়োগের নামে ‘নাটকের’ আয়োজন করা হয়েছে বলে অভিযোগ তোলেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ জমা দেন অভিযোগকারী পাঁচ জন প্রার্থী। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের সচিবকেও অভিযোগপত্র পাঠান তারা। অভিযোগপত্রে স্বাক্ষর করেন প্রার্থী মো. আশরাফুল মজিদ, তোফায়েল আহমেদ তপু, মো. বাহার উল্লাহ, মো. নুরুজ্জামান। বাকি এক নারী প্রার্থী সরকারি চাকরিজীবী হওয়ায় তিনি নাম প্রকাশে অনিচ্ছুক আছেন। যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020