ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

বিএনপি নেতা আলাল সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন

বাংলা ট্রিবিউন
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর আওয়ামী লীগ নেতার দায়ের করা সাইবার নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তার ঘনিষ্ট যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার জানান, ২০২১ সালের ডিসেম্বরে খুলনা মহানগর নেতা ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম ওই মামলাটি করেছিলেন।
বৃহস্পতিবার খুলনা সাইবার আদালত থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে এ অব্যাহতি দেন। এর আগে এ মামলায় প্রায় প্রতিমাসে আলালকে ঢাকা থেকে খুলনা যেতে হতো হাজিরা দেওয়ার জন্য। তবে এই মামলায় পুলিশ কোন স্বাক্ষী পায়নি, কোন আলামত পায়নি মর্মে এই খালাস দেওয়া হয়।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে তিন শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে। দ্বাদশ নির্বাচনের আগে এর মধ্যে একটি মামলায় তাকে তিন বছরের সাজা প্রদান করেন ঢাকার একটি আদালত। এছাড়া বিগত ষোল বছরের বিভিন্ন সময়ে প্রায় ছয় বছর কারাগারে কাটিয়েছেন পরিচ্ছন্ন এই রাজনৈতিক নেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।