1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
মমতাকে চেয়ার ছাড়তে বললেন শ্রিলেখা - The Bangla Tribune
সেপ্টেম্বর ১৯, ২০২৪ | ৭:১০ পূর্বাহ্ণ

মমতাকে চেয়ার ছাড়তে বললেন শ্রিলেখা

  • প্রকাশের সময় : বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪

পশ্চিমবঙ্গের আর জি কর কাণ্ডের পর মাসখানেক পেরিয়ে গেছে। এটিকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদ যোগ দিয়েছেন। প্রতিবাদে যোগ দিয়েছেন তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল শিল্পী ও তারকারা। সম্প্রতি আরজি কর কাণ্ডের মামলায় কলকাতার আদালতের শুনানির পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব আন্দোলনরতদের ফিরে যেতে ও সাধারণ মানুষদের আসন্ন দুর্গাপূজার উৎসবের জন্য প্রস্তুতি নিতে অনুরোধ করেন। তার এ ধরনের বক্তব্যর তীব্র নিন্দা প্রকাশ করেছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। একইসঙ্গে মমতা ব্যানার্জির সরাসরি পদত্যাগও চান অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে জোড়ালো প্রতিবাদ জানান শ্রীলেখা। তার বক্তব্যে, ‘কি বলবেন বলুন এবার? এক মাসে বাবা মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক? মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক? চাঁদা আর ভাতায় সব চাপা পরে যাক? সেটি আর হচ্ছে না দিদি। আপনি মানে মানে গদিটি ছাড়েন তারপর হবে আমাদের পূজা, তিলোত্তমাদের পূজা। মানুষ আপনার পূজার ফানুসে আর ভুলছেনা….রিজাইন।’এর আগে সুপ্রিম কোর্টে ৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না বসায় তারিখ পিছিয়ে ৯ সেপ্টেম্বর করা হয়। এদিন শুনানির পর নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ‘এক মাস হয়ে গেল। ৩১ দিনের এক মাস কেটে গেছে। আমি আপনাকে অনুরোধ করছি, পূজায় ফিরে আসুন, উদযাপনে ফিরে আসুন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020