ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানের রমরমা মাদকের কারবার

বাংলা ট্রিবিউন
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগর উদ্যান। তবে ঐতিহাসিক এ উদ্যানটি ঘিরে অপরাধীদের নানান অপকর্ম চলার অভিযোগ রয়েছে। অবাধে চলে মাদকের কারবারি। তবে প্রশাসনের শিথিল অবস্থানের সুযোগ নিয়ে গোপনে নয়, এখন প্রকাশ্যে খোলামেলাভাবে বিক্রি হচ্ছে মাদক। এতে মাদকসেবীদের ভিড় বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকা। এসব রোধে প্রশাসন বিভিন্ন ধরনের উদ্যোগ নিলেও তা তেমন কাজে আসেনি। জানা গেছে, টিএসসির পাশেই অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে দীর্ঘদিন ধরে চলছে প্রকাশ্যে মাককদ্রব্যের সেবন। কারবারিরা প্রকাশ্যে এসব দ্রব্য বিক্রি করছেন। ফলে শিক্ষার্থীদের উদ্যানের এসব অপকর্মে যুপ্ত হয়ে পড়ার শংকা রয়েছে। এমনকি বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে গ্যাং আকারে উদ্যানে অপরাধে লিপ্ত থাকার প্রমাণও মিলেছে।গত বছর ‘প্রলয় গ্যাং’ নামে একটি গ্যাংয়ের সন্ধান পায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর সাথে জড়িত সবাই ছিলেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তাদের সবাইকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও সতর্কবার্তা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতেও আরও অনেক গ্যাংয়ের অস্তিত্ব থাকার কথা জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।