রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন। নিহত আব্দুল আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা চারদিন আগেই সন্তানের বাবা হয়েছেন। নিহত আবদুল্লাহ আল মাসুদের পরিবারের জন্য দলের সমর্থক ও নেতাকর্মীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে আওয়ামী লীগ।
সোমবার (৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এ সহযোগিতা চেয়ে আহ্বান জানানো হয়। পেজে ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল ব্যাংকিং (বিকাশ–নগদ) নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো মাসুদের স্ত্রী বিউটি আরা বেগমের বলে উল্লেখ করা হয়েছে।
সেখানে মোসা: বিউটি য়ারা বেগমের নামে সঞ্চয়ী হিসাব নং- ০২০০০২২৬৬৩৫০১, অগ্রণী ব্যাংক, বিনোদপুর শাখা, চাঁপাইনবাবগঞ্জ; রাউটিং নম্বর: ০১০৭০০১৯০ এবং বিকাশ/নগদ: ০১৭৮৪৫৫৮৩৭০ দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটি মাসুদের সহধর্মিনীর নামে বলে উল্লেখ করা হয়েছে।