ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

একই প্রক্সিদাতা রাবিতে চার শিক্ষার্থীকে ভর্তি করিয়েছেন

বাংলা ট্রিবিউন
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে চার শিক্ষার্থীর ভর্তি করানোর অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে এর প্রমাণও মিলেছে। ৩ থেকে ৮ লাখ টাকার বিনিময়ে জালিয়াতি করে তারা ভর্তি হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এসব শিক্ষার্থী পৃথক পৃথক বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। চার শিক্ষার্থীর হয়ে ভর্তি পরীক্ষায় বসেছেন একই প্রক্সিদাতা। চারজনের অ্যাডমিটেও তার ছবি এডিট করে বসানো হয়েছে। বিশেষ অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। এ চার শিক্ষার্থীর মধ্যে একজনের বিভাগ সম্পর্কে জানা সম্ভব হয়নি। বাকি তিনজন হলেন- অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সনি, আইন বিভাগের ফাহিম আল মামুন বর্ণ, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. শোভন। বর্ণ রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি। শোভন রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়ার ভাতিজা।
একই ব্যক্তির ছবিযুক্ত অ্যাডমিট কার্ডগুলোর সত্যতা নিশ্চিতের জন্য নিয়ে যাওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসে। সেখানে একদিন সময় নিয়ে পরের দিন জানানো হয়, সবগুলো অ্যাডমিট কার্ড অরিজিনাল। এ সংক্রান্ত যাবতীয় তথ্যও এ প্রতিবেদককে সরবরাহ করেছে কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।