ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট উন্নয়ন ও অধ্যায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারুক শাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেল (হলুদ দল) থেকে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। স্বৈরাচার হাসিনার পতনের পর আওয়ামী লীগের একজনকে প্রভোস্ট করায় সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাবি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) থেকে যুগ্ম সম্পাদক পদে জয়লাভ করেন। তিনি তখন রাবিতে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে ছিলেন। সেই রাবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো রুহুল আমিন।
জানতে চাইলে রাবি বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম (সাদা প্যানেল) একজন শিক্ষক বলেন, তিনি রাবিতে আওয়ামী লীগের রাজনীতি করেছেন এবং আওয়ামী প্যানেলের নেতা ছিলেন।