ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের তিন অধ্যাপকের বহিষ্কারের দাবিতে বিভাগের কার্যক্রম বন্ধ ঘোষণা করে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘোষণা দেয় তারা। বহিষ্কার চাওয়া অভিযুক্ত শিক্ষকেরা হলেন ড. মোহাম্মদ ইউসুফ, ড.বেলাল হোসাইন ও ড. আব্দুল্লাহ আল মারুফ। এসময় শিক্ষার্থীরা জানান, স্বৈরাচারী ও গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দালাল ড. মোহাম্মদ ইউসুফ, ড.বেলাল হোসাইন ও ড. আব্দুল্লাহ আল মারুফের বহিষ্কারের দাবিতে আমাদের অসহযোগ আন্দোলন শুরু। আজকে থেকে আরবি ডিপার্টমেন্ট এর কার্যক্রম বন্ধ থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।