ঢাকামঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

ঢাবির ৮ অনুষদে নতুন ডিন

বাংলা ট্রিবিউন
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮ অনুষদে নতুন ডিন নিয়োগ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত চিঠি শিগগির তাদের পাঠানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। আজ মঙ্গলবার রাতে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।
নিয়োগপ্রাপ্ত ডিনরা হলেন, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের ড. মো. আব্দুস সালাম, আইন অনুষদে ড. নাকীব মোহাম্মদ নসরুল্লাহ, বাণিজ্য অনুষদে ফিন্যান্স বিভাগের ড. মাহমুদ ওসমান ইমাম, কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. মো. সিদ্দিকুর রহমান খান, জীববিজ্ঞানে বায়োকেমিস্ট্রি বিভাগের ড. মামুন আহমেদ, আর্থ এন্ড ইনভায়রনমেন্টে অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদে সিএসই বিভাগের ড. উপমা কবির, চারুকলা অনুষদে অধ্যাপক ডক্টর আজাহারুল ইসলাম শেখ (চঞ্চল)। তবে সামাজিক বিজ্ঞান এবং ফার্মেসি অনুষদে এখনও ডিন নিয়োগ হয়নি বলে জানা যায়। নিয়োগের বিষয়ে রেজিস্ট্রার জানান, তাদের সবাইকেই ৯০ দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ৯০ দিন পর আবার নির্বাচনের মাধ্যমে সব অনুষদে ডিন নিয়োগ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।