1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি - The Bangla Tribune
সেপ্টেম্বর ১৯, ২০২৪ | ৬:৫২ পূর্বাহ্ণ

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি

  • প্রকাশের সময় : সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪

পাবনার সাঁথিয়া উপজেলার নির্বাহী অফিসারের নামে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ভুয়া সমন্বয়ক ইমরান হোসেন শিশির (২৯)। শনিবার (৩১ আগস্ট) রাতে গণধোলাইয়ের পর তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেন স্থানীয়রা। ইমরান সাঁথিয়া উপজেলা শাখার স্বঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি ও ছাত্রদলের নেতা হিসাবে নিজেকে দাবি করে আসছেন। ওদিকে তার পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলের গণধোলাই ও আটকের সংবাদ জানার পর অসুস্থ বাবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মতিন রোববার রাতে মারা যান।
রোববার (১ সেপ্টেম্বর) চাঁদাবাজির ঘটনায় সাঁথিয়া থানায় দ্রুত বিচার আইনে ৪ জনের নামে মামলা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সাঁথিয়া উপজেলা শাখার স্বঘোষিত ও ছাত্রদলের নেতা শিশির ৩১ আগস্ট বিকালে মেয়াদ উত্তীর্ণ পানীয় কোলা বিক্রয় অভিযোগ নিয়ে অপর বন্ধু কোনাবাড়িয়া গ্রামের জুয়েলের ছেলে সানীকে (৩০) নিয়ে ধোপাদহ বাজারে মনিরুজ্জামানের দোকানে যান। মেয়াদ উত্তীর্ণ পানীয় কোলা বিক্রয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে পাঠিয়েছে বলে জানান। এ সময় দোকানদারের ভাই রোকনুজ্জামানকে সঙ্গে নিয়ে তারা মোটরসাইকেলযোগে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে আসেন। শিশির ও তার বন্ধুরা উপজেলা চত্বরে এসে ইউএনওর কাছে না গিয়ে কৌশলে পরিষদের পুকুর পাড়ে নিয়ে যায়। এসময় কোনাবাড়ীয়া গ্রামের মধুর ছেলে শাকিল (৩২) ও মিলটনের ছেলে তালহা (২৫) তাদের সঙ্গে ছিল। দোকানদার মনিরুজ্জামান প্রাণ বাঁচানোর ভয়ে ৬০ হাজার টাকা যোগার করে তাদের হাতে দিয়ে চলে যান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020