1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
ভুটানের উন্নতি - The Bangla Tribune
সেপ্টেম্বর ১৭, ২০২৪ | ১:০২ পূর্বাহ্ণ

ভুটানের উন্নতি

  • প্রকাশের সময় : সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪

ঢাকায় গরম। দুই দিন আগে ঢাকা থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভুটানে গিয়েছে। ফিফা প্রীতি ম্যাচ খেলবে বলে। সেখানে গিয়ে এখন ঠাণ্ডার মধ্যে পড়েছে ফুটবল দল। অনুশীলনে নামতে গিয়ে ঠাণ্ডায় ভুগছেন খেলোয়াড়েরা। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। ৫ ও৮ সেপ্টেম্বরের পর ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ। ভুটানে পৌঁছে নিজেদের প্রস্তুত করতে পর দিনই নেমে পড়ে ফুটবল দল। প্রথম দিনটা হাইকিং করতে পাহাড়ে ওঠানামার সেশন ছিল। ফুটবলারদের হাইকিং করার প্রথম অভিজ্ঞতা বেশ উপভোগ করেছেন তারা। গতকাল থেকে শুরু হয় মাঠের অনুশীলন। ম্যাচ নয়, বল পায়ে নাড়াচাড়া করা। গা ঘামানো। কিন্তু ভুটানের বর্তমান আবহাওয়ায় মানিয়ে নেওয়ার একটা বিষয় রয়েছে। সেটিতে নজর দিচ্ছেন ফুটবলাররা। সাদ উদ্দিন বললেন, ‘আবহাওয়া বড় একটা ফ্যাক্ট। মানিয়ে নিতে সময় লাগবে। যাই হোক, এখানে আমাদের লক্ষ্য হচ্ছে জিততে হবে। ভুটান আগের চেয়ে অনেক ভালো দল। আমাদের লক্ষ্য জয় নিয়ে ফেরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020