ঢাকারবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

ববির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে অধ্যাপক ড. মুহসিন

বাংলা ট্রিবিউন
সেপ্টেম্বর ১, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রশাসনিক ও আর্থিক পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন। রবিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় প্রধানদের একটি সভায় শিক্ষামন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়।
জানা যায়, প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে একজন জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে সাময়িক দায়িত্ব পালন করবেন। নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, ক্ষেত্রমতে বিভাগীয় চেয়ারম্যানগণের সঙ্গে আলোচনাক্রমে তিনি এ দায়িত্ব পালন করবেন। সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পরামর্শ দেয় শিক্ষামন্ত্রণালয়। গত ২৯ আগস্ট উপসচিব মো: শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে এ চিঠির আলোকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দায়িত্ব পালনের সুপারিশ করা হয়।
রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী ডিন ও বিভাগের চেয়ারম্যানগণের আলোচনা অনুযায়ী জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত নিতে পারবেন এ অধ্যাপক।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একমাত্র অধ্যাপক ড.মো. মুহসিন উদ্দীন। সহযোগী অধ্যাপক রয়েছেন অর্ধশতাধিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।