ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

একসঙ্গে ১১ এতিম ও প্রতিবন্ধী যুগলের বিয়ে

বাংলা ট্রিবিউন
আগস্ট ২৬, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

একইমঞ্চে একাধিক যুগলেও বিয়ের উদ্যোগ এখন প্রায়ই দেখা মেলে। তবে এবার এমনি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভোলা উপজেলা সমিতি, ঢাকা। সংগঠনটি একই মঞ্চে ১১ যুগলের বিয়ের আয়োজন করেছে, যারা কিনা এতিম ও প্রতিবন্ধী। এতে এসব নবদম্পতিদের মধ্যে খুশির জোয়ার বইছে। হাসান ও মিতু। দুজনই জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী। কথা বলতে না পারলেও সাজসজ্জায় তো আর বাধা নেই। বিয়ের দিনে হাস্যোজ্জ্বল মুখভঙ্গিতে দেখা গেল তাদের। শনিবার রাজধানীর পান্থপথের একটি কনভেনশন সেন্টারে তাদের মতো এতিম ও প্রতিবন্ধী ১১ যুগলের বিয়ের আয়োজন করে ভোলা উপজেলা সমিতি-ঢাকা। এ জন্য ভোলা থেকে তাদের নিয়ে আসা হয় ঢাকায়। বিয়ের সাজে সাজিয়ে মঞ্চে তোলা হয় বর-কনেকে। সেখানেই সম্পন্ন হয় তাদের বিয়ে। পরে তাদের হাতে তুলে দেয়া হয় নগদ অর্থসহ বিভিন্ন উপহারসামগ্রী। পাঁচ শতাধিক মানুষ অংশ নেন বিয়ের আয়োজনে। বিবেক গ্রুপ অব কোম্পানির অর্থায়নে এ আয়োজনে খুশি নবদম্পতিরা।এতিম ও প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ধুমধাম করে বিয়ের আয়োজনে খুশি স্বজনরা। তারা বলছেন, এমন ধুমধাম করে বিয়ে দিতে পারব বলে কল্পনাও করতে পারিনি। এমন সুন্দর পরিবেশে বিয়ে হওয়ায় খুবই আনন্দ লাগছে। গত কয়েক বছর ধরে এমন আয়োজন করে আসছে সংগঠনটি। আগামী দিনে তাদের কর্মসংস্থানের কথাও জানান আয়োজকরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক এম ইউ গোলাম রসুল বেলাল বলেন, আমরা অনেককে ঘর দিয়েছি। প্রতিটি ঘরের মূল্য ছিল ২ লাখ টাকা। এ ছাড়া অনেককে কাজের ব্যবস্থা করে দিয়েছি; সন্তান সম্ভবা দম্পতিকে অর্থ সহায়তা দিয়েছি। সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।