ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা

বাংলা ট্রিবিউন
আগস্ট ২৬, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। সাগরে আগে থেকেই মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় ছিল। দুই কারণে এখন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকার মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় ভারী বৃষ্টির শঙ্কার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বন্যাকবলিত এলাকাগুলোতে বৃষ্টি কম হবে। তবে উপকূলীয় এলাকায় চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টি হতে পারে। তিনি বলেন, উজানের ভারী বৃষ্টিও কমে এসেছে, এখন উজান থেকে নামি আসাও কমে এসেছে, আর যদি এই পানি না বাড়ে, তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে দ্রুত। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর এবং নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।