শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য ও সব প্রশাসনিক বডি পদত্যাগ করেছেন। এতে প্রশাসন কার্যত শূন্য থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন আবাসিক হলের শিক্ষার্থীরা। ইতোমধ্যে হল ছাড়া শুরু করেছেন শিক্ষার্থীদের কেউ কেউ। অন্যদিকে অনেকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন মেসে রেখে আসছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হলগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা হল ছেড়ে দিয়েছেন। সাবেক কর্মীরাও হল ছেড়েছেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া ছাত্রলীগ কর্মীরা হলে অবস্থান করছেন। তাদের দাবি, তারা পূর্বে পরিস্থিতিতির শিকার হয়ে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। তবে এখন ছাত্রলীগের সঙ্গে নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আবাসিক শিক্ষার্থী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হল প্রশাসন না থাকায় ছাত্ররা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনহীন শাবিপ্রবিতে দুর্বৃত্তদের মোটরসাইকেল মহড়ার কারণে আতঙ্ক বাড়ছে। এতে ছাত্ররা সম্মিলিতভাবে হলে থাকার কথা বললেও অনেকে থাকতে ভয় পাচ্ছেন।