১৭৯ জনের বিরুদ্ধে  সোবহান, আনভির ও মোজাম্মেল বাবুসহ হত্যা মামলা

১৭৯ জনের বিরুদ্ধে সোবহান, আনভির ও মোজাম্মেল বাবুসহ হত্যা মামলা

শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়া ঘটনায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুসহ ১৭৯ জনের নাম উল্লেখ করে রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে বাড্ডা থানা। গত মঙ্গলবার (২০ আগস্ট) এ মামলাটি করেন গুলিতে নিহত মো. সুমন সিকদারের (৩১) মা মোছা. মাছুমা।মামলার এজহার সূত্রে জানা যায়, এজহারে তিনি উল্লেখ করেন গত ১৯ জুলাই বেলা ১২টার দিকে আমার ছেলে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হন। এ সময় প্রগতি স্বরণী রাস্তায় বৈষম্য ছাত্র জনতার কোটাবিরোধী মিছিল হচ্ছিল। সে সময় মিছিল উদ্দেশ্য করে গুলি ছুড়ে আসামিরা। পরে হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলে সেখানে মারা যান। আসামিদের নিকট থাকা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে গুলি করে আমার ছেলে মো. সুমন সিকদার (৩১) কে হত্যা করে। আসামিদের গুলিতে আমার ছেলের বুকের পাঁজর ভেদ করে চলে যায়। আমি খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আমার ছেলেকে মৃত অবস্থায় শনাক্ত করি। এ সময় স্থানীয়দের থেকে জানতে পারি ১৭৯ জন আসামিসহ অজ্ঞাত আসামিগণ তাহাদের অবৈধ অস্ত্রদ্বারা আমার ছেলেকে গুলি করে হত্যা করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *