নেপালের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়েছেন

নেপালের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়েছেন

সংসদে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল। নেপালের সংসদে ২৭৫ সদস্যের মধ্যে মাত্র ৬৩টি আস্থাভোট পেয়েছেন পুষ্প কমল দাহাল। খবর দ্য কাঠমান্ডু পোস্টের। শুক্রবার (১২ জুলাই) দেশটির সংসদে এই আস্থা ভোট হয়। ভোটে হারায় এখন বাধ্যতামূলকভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে পুষ্প দাহালকে। সব মিলিয়ে তিনি এক বছর ছয় মাসেরও বেশি সময় ক্ষমতায় ছিলেন।
গত ৩ জুলাই প্রধানমন্ত্রী পুষ্প দাহালের জোট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় জোটের সবচেয়ে বড় দল ইউএমএল। এরপর সংবিধান অনুযায়ী বাধ্য হয়ে পুষ্পকে সংসদে আস্থাভোটের আয়োজন করতে হয়।
আজ সকালে সংসদে আস্থা প্রস্তাব উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী বলেন, তার দল সংবিধানকে দুর্বল করবে না এবং অন্যদেরও করতে দেবে না।
সংবিধানে প্রধানমন্ত্রীকে আস্থার ভোট চাওয়ার জন্য এক মাসের সময় দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার নেতৃত্বাধীন দল ধারাবাহিকভাবে সংবিধান রক্ষা করবে।
নেপালের সংসদের নিম্নকক্ষে আসন রয়েছে ২৭৫টি। কোনো প্রধানমন্ত্রী যদি আস্থাভোটে জিততে চায় তাহলে কমপক্ষে ১৩৮টি ভোট পেতে হবে। কিন্তু শুক্রবারের এই ভোটে পুষ্প দাহাল পেয়েছেন মাত্র ৬৩টি ভোট। তার বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৪ আইনপ্রণেতা। একজন না ভোট দিয়েছেন। এদিন সংসদে উপস্থিত ছিলেন ২৫৮ আইনপ্রণেতা।
পুষ্প দাহালের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে ইউএমএল হাত মেলায় দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সঙ্গে।
ইউএমএল এবং নেপালি কংগ্রেস নিজেদের মধ্যে চুক্তি করেছে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে খড়গ প্রসাদ অলিকে নির্বাচিত করবে তারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *