সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে আদালতের রায়ের পরও শিক্ষার্থীরা সড়ক অবরোধে নামলে পুলিশ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন। ।তিনি বলেন, গতকাল উচ্চ আদালতের রায়ে কোটায় ৪ সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে। ফলে আমরা মনে করি এর ফলে তাদের আন্দোলনের যৌক্তিকতা হারিয়েছে।
১১ জুলাই দুপুর ১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলে তিনি। এদিন দুপুর তিনটায় শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচি শুরুর আগে ডিএমপি থেকে এমন সতর্কতা এলো।
ড. খ মহিদ উদ্দিন বলেন, গত পহেলা জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন রাজধানীবাসির দুর্ভোগের সৃষ্টি করেছে। তারপরও আমাদের পেশাদারিত্বের স্থান থেকে আন্দোলনের সুযোগ দিয়েছি। তাই আমাদের অনুরোধ মহানগরবাসীর দুর্ভোগ লাগবে শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে সরে আসা উচিৎ।

Posted inএক্সক্লুসিভ