ঢাকাসোমবার , ৮ জুলাই ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি

বাংলা ট্রিবিউন
জুলাই ৮, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদের আগে বিলুপ্ত করা বিএনপির চারটি মহানগর ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৭ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক করা হয়েছে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে। আর সদস্য সচিব করা হয়েছে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে।
নতুন কমিটি দেয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণেও। এখানে আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে। আর সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিন।
চট্টগ্রামে মহানগর বিএনপির নতুন আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা এরশাদুল্লাহ এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ছাত্রদল নেতা নাজিমুর রহমান। এছাড়া, বরিশাল মহানগরে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। এই মহানগর বিএনপিতে আবারও আহ্বায়ক করা হয়েছে মনিরুজ্জামান খান ফারুককে। এছাড়া সদস্য সচিবের পদ পেয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার জিয়া। কমিটিতে এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।