1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
সেমি ফাইনালে আর্জেন্টিনা - The Bangla Tribune
সেপ্টেম্বর ৮, ২০২৪ | ৫:৩৩ পূর্বাহ্ণ

সেমি ফাইনালে আর্জেন্টিনা

  • প্রকাশের সময় : শুক্রবার, জুলাই ৫, ২০২৪

কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইকুয়েডর। শুক্রবার (৫ জুলাই) টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শেষ আটের লড়াই ইকুয়েডরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
কোপা আমেরিকার ইতিহাসে কখনো আর্জেন্টিনাকে হারাতে পারেনি ইকুয়েডর। এবার তাদের লক্ষ্য প্রথম জয়। আসরে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা। টানা তিন জয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে লিওনেল স্কালোনির দল। এদিকে দুর্দান্ত খেলে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইকুয়েডর। এখন পর্যন্ত ইকুয়েডরের বিপক্ষে ১৬ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। জয় পেয়েছে ১১টি ম্যাচে। অন্যদিকে ড্র হয়েছে ৫টি ম্যাচ। সর্বশেষ ২০২১ সালের কোপা আমেরিকায় ইকুয়েডরকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছিল আলবিসেলেস্তারা।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো বলছে ম্যাচের শুরু থেকেই একাদশে দেখা যাবে মেসিকে। সোমবারই ভালো বোধ করায় মঙ্গলবার (২ জুলাই) মেসি দলের সঙ্গে অনুশীলন করেছেন। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে ৪-৪২ ফর্মেশনে দল সাজাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে টিওয়াইসি স্পোর্টস। এই ম্যাচের শুরুর একাদশে অ্যাঞ্জেল ডি মারিয়াকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এনজো ফার্নান্দেজ থাকতে পারে শুরু থেকেই। এক নজরে দেখে নেয়া যাক আর্জেন্টিনার শুরুর সম্ভাব্য একাদশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020