বাজারে বেড়েছে উত্তাপ

বাজারে বেড়েছে উত্তাপ

রাজধানীতে ১০০ টাকায়ও স্থির থাকছে না কোনো কোনো সবজির দাম। একাধিক পণ্য ডাবল সেঞ্চুরি ছুঁইছুঁই। তাকানো যাচ্ছে না কাঁচা মরিচের দিকে। সবজির দাম শুনেই অনেকে বোকা বনে যাচ্ছেন। রাজধানীর বাজারে ২৮০ টাকার নিচে মিলছে না কাঁচা মরিচ। গত সপ্তাহে যা ছিল আড়াইশ এর ঘরে। বাজারে দেশি টমেটো নেই বললেই চলে। ঊর্ধ্বমুখী আমদানিকৃত পণ্যের দর। এক কেজি গাজর কিনতে লাগছে দেড়শ টাকা। সবচেয়ে কমে ৫০ টাকায় মিলছে পেঁপে, পটল ও ঢেঁড়স। ১০০ টাকা ছাঁড়িয়েছে দেশি পেঁয়াজের কেজি। কাঁকরোল, করলা, শসা, বেগুনসহ বেশ কয়েকটি সবজির দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তাতে টমেটো ১৮০-২০০ টাকা, করলা ১১০-১২০, বেগুন ও কাঁকরোল ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। শসা বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। ঝিঙ্গা ৮০-৯০, চিচিঙ্গা ৭০-৮০, ঢেঁড়স ৫০-৬০ টাকা, পটল ৬০-৭০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, পেঁপে ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের লেবু হালিতে ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীদের যুক্তি, প্রাকৃতিক দুর্যোগে সবজির সরবরাহ কম। তাই দাম বেশি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *