বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আইনগতভাবে মোকাবেলা না করে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তি কোনও রাজনৈতিক বিষয় নয়— এমন দাবি করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (৪ জুলাই) এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বিবৃতি ‘মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও এর নিন্দা ও প্রতিবাদ জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মিথ্যাচার ও অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। তাদের মিথ্যাচার ও অপপ্রচার জনগণের সামনে প্রকাশিত হওয়ায় বিএনপি বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করছে। চিকিৎসাগ্রহণ শেষে খালেদা জিয়া বাসায় ফিরে গেছেন। খালেদা জিয়ার মুক্তি কোনো রাজনৈতিক বিষয় না। এটা আইনগত বিষয়। আইনগত বিষয়ে বিএনপি আইনি প্রক্রিয়ায় মোকাবেলা না করে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে। গত কয়েক বছর ধরে বিএনপি খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করছে। কিন্তু সেই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।